Saturday, October 5

সময় থাকতে চোখের ডাক্তার দেখান

মংলা : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান খালেদা জিয়াকে বলেছেন, সময় থাকতে চোখের ডাক্তার দেখান।আপনার চোখে ছানি পড়েছে, তাই তিনি সরকারের উন্নয়ন দেখতে পাননা। চোখের অপারেশন করলে সরকারের উন্নয়ন দেখতে পাবেন।

শনিবার বিকেলে মংলার দিগরাজে পৌর ট্রাক টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে আরো বলেন, ‘তত্ববধায়ক ব্যবস্থা বাংলার মাটিতে আর ফিরে আসবে না। মাথা থেকে এই চিন্তা ফেলে দিয়ে নির্বাচনে অংশ নিন।’

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, ‘রামপালের তাপ বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের কোনো ক্ষতি করবেনা। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এটি তৈরি করা হচ্ছে। যারা আন্দোলন করছে না বুঝে করছে।’

এর আগে মন্ত্রী শনিবার বেলা সাড়ে ১১টায় সময় মংলা বন্দরের জন্য নবনির্মিত নতুন ২টি ডেসপাস পাইলট জাহাজ উদ্বোধন করেন। মংলা বন্দর কর্তৃপক্ষের অর্থায়নে নির্মিত জাহাজ ২টির নাম দেওয়া হয়েছে, এমভি ময়ূরপঙ্খী ও এমভি গাংচিল। পাইলট জাহাজ ২টি বন্দরের আসা বাণিজ্যিক জাহাজ আগমন ও নির্গমন কাজে পাইলটদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সোহরাফ হোসেন, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এইচআর ভূঁইয়া, বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের সচিব হেলাল উদ্দিন ভূঁইয়া, মংলা পোর্ট পৌরসভার মেয়র জুলফিকার আলী প্রমুখ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়