বান্দরবান : বান্দরবানে জেলা ছাত্রদলের আভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে রোববার বেলা ৩ টার দিকে হোটেল পূরবীর সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয় পৌর ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন আলো, জেলা ছাত্রদল দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন জিকুসহ ৫ নেতাকর্মী।
ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে জানার জন্য জেলা সভাপতি সাবিকুর রহমান জুয়েল ও সম্পাদক দৌলতুল কবির খান সিদ্দিকীর সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে জেলার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান (উজ্জ্বল) জানান, নেতৃত্ব দেওয়ার প্রতিযোগিতা নিয়ে এ সংঘর্ষ সংঘটিত হয়। জেলার নেতৃবৃন্দদের সাথে আলাপ আলোচনা করে দোষীদের বিরুদ্ধে গঠণতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়