Friday, October 25

১৪৪ ধারা ভেঙে মিছিল, বিজিবির গুলিতে নিহত ৩

ঢাকা : কক্সবাজারের চকরিয়ায় ১৪৪ ধারা ভেঙে মিছিল করায় বিএনপির নেতাকর্মীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গুলিতে বিএনপির ৩ কর্মীর মৃত্যু হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছে অর্ধশত নেতাকর্মী।

নিহতরা হলেন, বাদশা মিয়া (৩০), মিজানুর রহমান (২৫) ও শাহেদ (৩৫) নামে বিএনপির তিন কর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে চকরিয়ায় চিড়িঙগা বাজারে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ তিন কর্মীকে চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ১৪৪ ধারা ভঙ্গ করে বিএনপি মিছিল বের করলে বিজিবি সদস্যরা মিছিলটি বাধা দেয়ার এক পর্যায়ে গুলিবর্ষণ করে। এসময় মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা গুলিবিদ্ধ হয়। এসময় ঘটনাস্থলেই বাদশা, মিজানুর ও শাহেদ নিহত হয়। এসময় গুলিবিদ্ধ আরো তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

বিএনপি কর্মী নিহতের ঘটনায় পুরো চকরিয়া বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিজিবি-বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। এসময় মিছিলকারীদের ওপর গুলি চালায় বিজিবি। এতে অন্তত অর্ধশত লোকজন গুলিবিদ্ধ হয়।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়