Tuesday, October 22

কোস্টগার্ডের অভিযান: চোরাই ৪ হাজার লিটার তেলসহ গ্রেফতার ৫

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ):  সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার লিটার চোরাই পামওয়েল তেল উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার করেছে কোস্টগার্ড পাগলা স্টেশনের একটি টহল দল। আটক করা হয়েছে একটি ইঞ্জিন চালিত ষ্টিল বোর্ড। এ অভিযানটি চালায় সোমবার দিবাগত রাত দেড় টায়। 
জানা গেছে, কোস্টগার্ড পাগলা স্টেশনের স্টেশন কমান্ডার সাঃ লেঃ হাসানুর রহমানের নেতৃত্বে নিয়মিত একটি টহল দল সোমবার দিবাগত রাত দেড় টায় সিদ্ধিরগঞ্জ আদমজী এলাকায় শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত একটি ষ্টিল বোর্ড আটক করে। পরে ওই বোর্ডে তল্লাসী চালিয়ে চোরাই ভাবে আনা অপরিশোধনকৃত ৪ হাজার লিটার পামওয়েল তেল উদ্ধার ও ৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার টালবলাকী এলাকার আবদুল হাইর ছেলে মোমেন হোসেন (২৩), কুমিল্লা জেলার লাকসাম থানার শিকচাইল এলাকার লালমিয়ার ছেলে কালাম (২৫), একই জেলার দাউদকান্দি থানার রুশিয়া এলাকার মানিক মিয়ার ছেলে বাইজিদ হোসেন (১৮), ঝিনাইদহ জেলা সদরের হাটখোলাপুর এলাকার ইমান কবিরের ছেলে মনির হোসেন (৩৫) ও রূপগঞ্জ থানার রূপসী এলাকার আবদুর রহিমের ছেলে জাহাঙ্গীর আলম (২২)। 
গ্রেফতারকৃত চোরাকারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করার জন্য কোস্টগার্ড সদস্যরা উদ্ধারকৃত পামওয়েল ও আটককৃত ষ্টিল বোর্ডসহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।  ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়