ঝিনাইদহ: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় জেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার আব্দুল্লাহ আল বাকী (৫৫) নিহত হয়েছেন। শুক্রবার বেলা ২টায় ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের বেজপাড়া নামক স্থানে নসিমন উল্টে এ দুর্ঘটনা ঘটে। বাকী শৈলকুপা উপজেলার জাঙ্গালীয়া গ্রামের আব্দুল বারী মোল্লার ছেলে। বর্তমানে তিনি ঝিনাইদহ শহরের কালাকানাই সড়কে বসবাস করতেন।
নিহতের পারিবারিক সুত্র জানায়, কৃষকলীগ নেতা ও ঠিকাদার আব্দুল্লাহ আল বাকী ঠিকাদারী কাজের মালামাল নিয়ে নসিমন যোগে বারোবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের বেজপাড়া নামক স্থানে নসিমনের টায়ার বিস্ফোরিত হলে এটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাকী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। --ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়