Wednesday, October 30

হায়দ্রাবাদে চলন্ত বাসে আগুন, নিহত ৪০

ঢাকা : ভারতের অন্ধ্র প্রদেশে রাজধানী হায়দ্রাবাদের কাছে মাহবুবনগরে চলন্ত বাসে আগুন লেগে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। বাসটি ব্যাঙ্গালুরু থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল।বুধবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাসটির তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণে আগুন লেগে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাসটিতে মোট ৪৯ জন যাত্রী ছিল বলে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গাড়িকে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়েই বিপত্তি ঘটে। রাস্তার পাশের কালভার্টে ধাক্কা মারে বাসটি। এসময় আগুন ধরে যায় জ্বালানির ট্যাঙ্কে।
দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন। এসি ভলভো বাসটির জানালা বন্ধ থাকায় চেষ্টা করেও বাঁচতে পারেননি যাত্রীরা। তবে বাস চালকসহ সাতজন জানালা ভেঙে বাস থেকে বের হতে পেরেছেন বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।
আসন্ন দেওয়ালি উপলক্ষ্যে যাত্রীদের অনেকেই বাড়ি যাচ্ছিলেন। ২০০৮ সালে উত্তর প্রদেশে একটি বাসে আগুন লেগে ৬০ জনেরও বেশি যাত্রী নিহত হন।
ভারতে রাস্তাঘাটের বেহাল দশা, পুরানো যানবাহন ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। সূত্র: জিনিউজ, এনডিটিভি, বিবিসি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়