Tuesday, October 8

নগর ভবনের দায়িত্ব বুঝে নিলেন নতুন মেয়র

বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আহসান হাবিব কামাল আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেছেন। মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার ৩ মাস পর বরিশাল নগর পিতার আসনে বসলেন তিনি। মঙ্গলবার দুপুরে আহসান হাবিব কামাল নগর ভবনে গিয়ে এ দায়িত্ব বুঝে নেন। এর আগে বেলা সাড়ে ১১টায় নগর ভবনে যান এই নতুন মেয়র। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল ৫ আসনের (সদর আসন) সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার দলীয় নেতা-কর্মীরা। ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে থাকা আলতাফ মাহমুদ সিকদার আহসান হাবিব কামালের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। নতুন মেয়রকে ফুল দিয়ে বরণ করে নেন নগর ভবনের কর্মীরা। আহসান হাবিব কামাল বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যবিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বরিশাল পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ১৫ জুন অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরণকে প্রায় ২০ হাজার ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন আহসান হাবিব কামাল। ---পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়