পিরোজপুর: পিরোজপুর জেলার নাজিরপুরে অজ্ঞাত যুবকের খন্ডিত মস্তক উদ্ধার করেছে থানা পুলিশ।
সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার হরিপাগলার ইউনিয়ন পরিষদের পিছনের পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের একটি মস্তকটি (মাথা) দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে এসে খন্ডিত মস্তকটি উদ্ধার করেন নাজিরপুর থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় কিছু ছেলেরা উপজেলার সদর ইউনিয়নের হরিপাগলাস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলছিলো। এ সময় তারা পাশের পুকুরে একটি মাথা আকৃতি বস্তু ভাসতে দেখে। পরে জানাজানি হলে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মস্তকটি উদ্ধার করে খন্ডিত দেহটি উদ্ধারে তল্লাশী চালায়।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ খালেকুজ্জামান ডিফারেন্ট নিউজকে জানান, অজ্ঞাত এ খন্ডিত মস্তক উদ্ধার হয়েছে। ওসি তদন্ত মোঃ নাসির উদ্দিন ও এস,আই সিরাজুল ইসলামের নেতৃত্বে সকাল সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরীদল শরীরের বাকী অংশ উদ্ধারে ওই পুকুরে তল্লাসী চালিয়েছে।
পুলিশের ধারণা, ৩০/৩৫ বছর বয়স্ক কোন যুবকের মস্তক এটি। ৭/৮ দিন পূর্বে অন্যত্র হত্যা করে এ পুকুরে হয়তো ফেলে গেছে দুবৃত্ত্বরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপরাংশের কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানান খালেকুজ্জামান---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়