Tuesday, September 24

জামায়াত মোকাবিলা করা কোনো কঠিন কাজ নয় : ইনু


ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জামায়াতকে মোকাবিলা করা কোনো কঠিন কাজ নয়। তিনি মনে করেন, জামায়াতের সময় ফুরিয়ে আসছে, তবে বিএনপির মত একটি বড়দলের সঙ্গে জড়িত থাকায় দলটিকে নিষিদ্ধ করতে প্রশাসনিকভাবে নিয়মনীতি মেনেই এগোতে হবে।

মঙ্গলবার সচিবালয়ে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াতের সাম্প্রতিক হরতাল এবং বিক্ষোভে গাড়ি ভাঙচুর ও চালকের মৃত্যুর ঘটনায় তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

আদালত কর্তৃক জামায়াতের নিবন্ধন বাতিলের পরও কেন এ দলটিকে সরকার নিষিদ্ধ করছে না, জানতে চাইলে তিনি বলেন, "আমাদের মনে রাখতে হবে জামায়াত একটি নিবন্ধিত দল ছিল, সংসদ নির্বাচনে তাদের প্রতিনিধিত্ব ছিল। তাই তাদের নিষিদ্ধ করতে হলে প্রশাসনিকভাবেই এগোতে হবে। আমরা তাদের সমস্ত কর্মকা- লিপিবদ্ধ করছি।"

জামায়াতের ডাকা হরতালে সারাদেশে সরকারি-বেসরকারি গাড়ি ভাঙচুর করা হয়েছে। তিনজন গাড়ি চালক তাদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, "নির্মম এ ঘটনায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া কোনো বিবৃতি জানাননি। এমনকি সুশীল সমাজের প্রতিনিধি যারা নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলে আসছেন তারাও নিন্দা জানিয়ে কোনো বিবৃতি দেননি। আমি এর নিন্দা জানাই।"----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়