চট্টগ্রাম: বাসচাপায় সহপাঠীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সীতাকুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কেরেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শীক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সীতাকুণ্ডের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মো. রুবেল বাসচাপায় মারা যান। তার বাবার নাম মো. আউয়ুব খান। তার গ্রামের বাড়ি সীতাকুণ্ডের ১ নং সৈয়দপুরে।
এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুর শুরু করে। বেলা পৌনে ১১টা পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে রেখেছে।
ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীরা মহাসড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে।---ডিনিউজ
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়