Wednesday, September 11

আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে জনসংহতি সমিতির মানববন্ধন

বান্দরবান: পার্বত্য বান্দরবানের লামা উপজেলার রুপসী ইউনিয়নের পলিঝিড়ি এলাকায় জুম্মদের ভুমি জবরদখল ও জুমিয়াদের উপর সেটেলার বাঙ্গালী মুজিবুল হকের নেতৃত্বে সন্ত্রাসী  দলের হামলার  প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান। 

প্রায় ২ শতাধিক উপজাতি গ্রামবাসী বুধবার সকালে বান্দরবান প্রেসক্লাব চত্ত্বরে এ মানব বন্ধনের ডাক দেয়। এতে বক্তব্য রাখেন জে.এস.এস এর জেলা সভাপতি চিংহ্লামং চাক, সাংস্কৃতিক সম্পাদক জলিমং মারমা, উ চ সিং মার্মা, জেলা পিসিপি সভাপতি মন্তু মার্মা, এবং অজিত তঞ্চংগ্যা। 

বক্তারা পাবর্ত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি সহ লামায় জুম্মদের উপর হামলার মুল হোতা মুজিবুল হক মাষ্টার এবং তার ছেলে জহিরকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন। 

ঘটনায় উল্লেখ, গত ৯ সেপ্টেম্বরের এ র্ববরোচিত হামলার ঘটনায় ২ মহিলাসহ প্রায় ৮ উপজাতী গ্রামবাসী আহত হয়। এঘটনায় পুলিশ গত ৯ সেপ্টেম্বর হামলায় জড়িত থাকার দায়ে ১৩ জনকে গ্রেফতার করে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়