Saturday, September 14

মুন্সীগঞ্জের পদ্মায় আবারও ভাঙন

:: মুন্সীগঞ্জ প্রতিনিধি ::
পদ্মার অব্যাহত ভাঙনে মাওয়া-ভাগ্যকুল সড়কের বেশ কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে মাওয়া থেকে ভাগ্যকুল ও দোহারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ভাগ্যকুল বাজারের দোকানদাররা জানান, শুক্রবার ভোরে মাওয়া-ভাগ্যকুল সড়কের প্রায় অর্ধকিলোমিটার এলাকা পদ্মার ভাঙনে বিলীন হয়ে যায়। এতে ওই সড়ক দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ভাগ্যকুল বাজারের ৭টি দোকান-ঘর বিলীন হয়ে যাওয়ায় বাজারের ব্যবসয়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়