Monday, September 16

ফুলবাড়ী বিএনপি নেতাকর্মীদের মধ্যে গ্রুপিং-সংঘাত বাড়ছে

ফুলবাড়ী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের সংসদীয় ২ আসনের এলাকা ফুলবাড়ী উপজেলা বিএনপি অভিভাবক শূন্যতায় পড়েছে। এখানে বিএনপিসহ অঙ্গ সংগঠনগুলোর কমিটি ও আহ্বায়ক কমিটি থাকলেও মূলদল বিএনপির সুষ্ঠু নেতৃত্ব না থাকায় বিএনপিসহ অঙ্গ সংগঠনগুলোর মধ্যে গ্রুপিং ও সংঘাত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ  গ্রুপিং ও সংঘাত উপজেলার ৬ টি ইউনিয়ন ও ৫৪ টি ওয়ার্ডের নেতা কর্মীদের মাঝে ছড়িয়ে পড়ছে। এতে দূরত্ব বাড়ছে নেতা কর্মীদের মধ্যে। কারও কথা কেউ শুনছে না। নেতা কর্মীদের মাঝে জাতীয়তাবাদের প্্েরম হারিয়ে যেতে বসেছে। ত্যাগী ও জাতীয়তাবাদে বিশ্বাসী অনেক নেতা-কর্মী হতাশায় পড়েছে। ত্যাগী নেতা-কর্মীরা এ অবস্থা অবসানে সুষ্ঠু ও কঠোর নেতৃত্ব দাবি করেও এর সুফল দেখছে না। এখানে সংঘাতময় পরিস্থিতি দেখা গেছে ছাত্রদলের দু’ গ্্রুপে। ত্যাগী নেতা-কর্মী বনাম নতুন যোগদানকৃত ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে নেতৃত্বের আধিপত্য নিয়ে সংঘাত বৃদ্ধি পাচ্ছে। উপজেলা ছাত্রদলের মূল নেতৃত্বের একটি অংশ নতুন যোগদানকৃত ছাত্রদলের গ্রুপিং সমর্থন যোগায় ছাত্রদলের সংঘাত বেপরোয়া হয়ে উঠছে। বেপরোয়া ছাত্রদলের কর্মীরা গ্রুপিংয়ে পড়ে পক্ষ-বিপক্ষের সমর্থিত জেলা নেতৃবৃন্দের ছবি সংবলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড ছিঁড়তে,ভাংতে দ্বিধাবোধ করছে না। এই ধারাবাহিকতায় গত ১১ সেপ্টেম্বর ফুলবাড়ী ডিগ্্রী কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠনের শাখা ছাত্রদলের কমিটি গঠনের দাবীর পূর্ব জের থাকায় সংঘাতময় দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনা ঘটে।  এতে কলেজে অবস্থানরত দু’গ্রুপের ছাত্রদলকর্মী আব্দুর রাজ্জাক, জুয়েল অপর গ্রুপের রায়হান ও রুবেল আহত হয়। এ হামলার ঘটনায় ইতোমধ্যে সংঘাতময় উভয় পক্ষ এক অপরের বিরুদ্ধে মামলায় জড়িয়ে পড়েছে । ওই ঘটনায় উভয় পক্ষ ফুলবাড়ী থানায় দুটি মামলা দায়ের করেছে। বর্তমানে সংঘাতময় ছাত্র দলের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উপজেলার জাতীয়তাবাদী আর্দশে বিশ্বাসী অনেত ত্যাগি নেতাকর্মীর দাবী ফুলবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর গ্রুপিং ও সংঘাতের কারনে এখানে বিএনপির উপর মানুষের বিপুল সমর্থন থাকলেও তা বাধাগ্রস্থ হচ্ছে। এ পরিস্থিতি বিরাজ করলে আগামী সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে কাংখিত সাফল্য অর্জন সম্ভব হবে না। তারা এ ঘটনার সুরাহার জন্য সুষ্ঠু ও কঠোর নেতৃত্বের দাবী জানান। এ ব্যাপারে উপজেলার বিএনপির সভাপতি এনামুল হক তালুকদার জানান, আমরা বিএনপি ও অঙ্গসংগঠনের গ্রুপিং ও সংঘাত সুরাহার চেষ্টা করছি। আশাকরি এটি সুরাহা হবে। কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সাইফুর রহমান রানা জানান, ফুলবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সংঘাত ও গ্রুপিং পরিস্থিতি সুরাহার বিষয়টি অচিরেই দেখা হবে। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়