Tuesday, September 10

কালিয়াকৈরে মাইক্রোবাস ছিনতাইকালে আটক ৪ যুবক


কালিয়াকৈর(গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকা থেকে মাইক্রোবাস  ছিনতাইকালে ৪ যুবককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটককৃতরা হচ্ছে, দিনাজপুরের বিরল উপজেলার বড় চিলাইন গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো: রাশেদ হোসেন(২৫), একই এলাকার মেহের আলীর ছেলে শহীদুল ইসলাম(৩৫),জয়পুরহাটের খাইশ বাট্টা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আকাশ হোসেন(২৪) এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকার জমির উদ্দিনের ছেলে নাজমুল আলম(২৫)। মৌচাক ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) আজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ৪ যুবক সফিপুর বাজারের রেন্ট-এ-কার থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৪৫৭১)ভাড়া করে টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে নিয়ে আসে। কিন্তু গাড়িতে উঠার কিছুক্ষনের মধ্যেই চালককে অস্ত্রেরমুখে জিম্মি করে মোবাইল ফোন কেড়ে নেয়। গাড়ীতে জিপিএস মোডেম (ইন্টারনেট কানেক্টেড সিম) সংযোগ থাকায় চালক গোপনে গাড়ির মালিকের  মোবইলের সাথে কানেক্টেড করিয়ে দেয়। ফলে গাড়ীর মালিক গাড়িটির অবস্থান বুঝতে পারে। এসময় দ্রুত আরেকটি গাড়ী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ৪ যুবককে আটক করে গণধোলাই দেয়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ চান্দরা পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকার স্বপ্না ফিলিং ষ্টেশনের পাশ থেকে গাড়ীটি উদ্ধার করে এবং এলাকাবাসী  ওই ৪ যুবকে পুলিশে সোপর্দ করে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়