Monday, September 16

কানাইঘাটে আল্লামা মুশাহিদ (রহঃ) সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজাম উদ্দিন/মাহবুবুর রশিদ/জামাল উদ্দিন:   কানাইঘাট পৌর শহরের দক্ষিণ প্রান্তে  সুরমা নদীর উপর সর্বমোট ৩০ কোটি ৫ লক্ষ ২৮হাজার টাকা ব্যয়ে প্রায় দুই বছর পূর্বে নবনির্মিত ২৯৪ মিটার দৈর্ঘ্য এবং সাড়ে ৬ মিটার প্রস্থ সেতুর আগামীকাল আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা। সেতুটির পূর্বের নামকরণ  জিয়াউর রহমান সেতুর নাম পরিবর্তন করে গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১০২২নং স্মারকের এক প্রজ্ঞাপনে উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুশাহিদ (রহঃ)’র নামে নতুন নামকরণ করা হয়েছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমী মাঠ থেকে সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তরের সাথে কানাইঘাট আল্লামা মুশাহিদ সেতুর শুভ উদ্বোধন করবেন। সিলেটের উত্তর-পূর্ব অঞ্চলের প্রায় ১২ লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন কানাইঘাট সদরে সুরমা নদীর উপর ২০০৫ সালে ২০ ফ্রেবুয়ারী বিগত চারদলীয় জোট সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব কানাইঘাটের কৃতি সন্তান  আবুল হারিছ চৌধুরী সুরমা নদীর উপর নির্মিত “জিয়াউর রহমান সেতু” নামে উক্ত সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। এলজিইডির অর্থায়নে নির্মিত সেতুটির ঠিকাদারী প্রতিষ্ঠানটি আব্দুল মোনায়েম লিমিটেড যথাসময়ে কাজ সম্পন্ন করতে না পারায় কাজের মেয়াদ বাড়িয়ে ২০১০ সালে মূল সেতুটির কাজ সম্পন্ন করে ঠিকাদারী প্রতিষ্ঠানটি। এরপর সেতুটির উপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে সেতুটির উভয় পাশের এ্যাপ্রোচ রোডের বিভিন্ন কাজ ২০১৩ সালের প্রথম দিকে সম্পন্ন করা হয়। বৃহত্তর সিলেটের উত্তর-পূর্বাঞ্চলীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল নবনির্মিত এই সেতুটি কানাইঘাটে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এ সুযোগে এলাকার জনগণ তাদের ন্যায্য দাবী দাওয়াগুলো প্রধানমন্ত্রী বরাবরে সরাসরি পেশ করতে পারতেন। তারপরও আল্লামা মুশাহিদ (রহঃ) সেতুটি আজ প্রধানমন্ত্রী গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠ থেকে ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনা নিজে শুভ উদ্বোধন করায় জনসাধারণের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। এ দিকে প্রধানমন্ত্রী সেতুটি উদ্বোধন করবেন তাই গত কয়েকদিন ধরে সেতুর সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছে। আজ সরেজমিনে সেতু পরিদর্শনে গিয়ে দেখা যায় উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ ও অন্যান্য কর্মকর্তারা সৌন্দর্য কাজের তদারকি করছেন। রিয়াজ মাহমুদ  ‍কানাইঘাট নিউজকে" জানান, প্রধানমন্ত্রী সেতুটির শুভ উদ্বোধন শেষে ফলক সেতুর উভয় পাশের মেইন রোডে স্থাপন করা হবে। সেতুটির নামকরণ ‍‌‌‌"আল্লামা মুশাহিদ (রহঃ)" করায় এবং আগামীকাল প্রধানমন্ত্রী দেশরন্ত ডিজিটাল বাংলাদেশের প্রবক্তা শেখ হাসিনা কর্তৃক শুভ উদ্বোধন করায় কানাইঘাটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমদ পলাশ। এবং সেই সাথে সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। 

শেয়ার করুন

2 comments:

  1. আওয়ামীলীগ এর মিথ্যা প্রচার
    হাসিনা যাবে গোলাপ গঞ্জ আর উদ্বোধন নাকি করবে কানাইঘাটের ব্রিজ (আরেক থানায় ) । সেঁতু নির্মানের জন্য ২০০৫ অর্থবছরে দরপত্র আহ্বান করা হয়। সেঁতু নির্মাণ ব্যয় ২৪কোটি ২৪ল ৭৯হাজার ৩শত ১৮টাকা ১৭ পয়সা ধার্য্য করে ২০০৫ সালের ২০ফেব্র“য়ারী নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সেঁতু সম্পন্ন হওয়ার মেয়াদ ২০০৯ সালের ৮ফেব্র“য়ারী পর্যন্ত।

    ReplyDelete
  2. Amra khanaigaht basir pokkoteke bongo konna jono netrey shaiek sasina k janai lal soboj subeccha

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়