Monday, September 16

প্রধানমন্ত্রীর গোলাপগঞ্জ আগমন উপলক্ষ্যে কানাইঘাট ছাত্রলীগের প্রচার মিছিল

নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল প্রধানমন্ত্রী ও আ’লীগের সভানেত্রী শেখ হাসিনার গোলাপগঞ্জ শুভ আগমন উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা ছাত্রলীগের তালতলা গ্রুপ সমর্থিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আজ সোমবার বাধ মাগরিব কানাইঘাট বাজারে এক প্রচার মিছিল বের করে। মিছিলটি বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজারে উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুনের সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা মারুফ আহমদের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম সাজু, আশফাক, নাবিল, মাসুম, আনোয়ার, মিজান, দেলোয়ার, ফাহাদ, জেহিন, শামীম, আশফাক, সাজু, সদ্য কারামুক্ত উপজেলা যুবলীগ নেতা মাহবুবুর রহমান, যুবলীগ নেতা ইসমাইল, ফারুক, রহমত, মুমিন, ইকবাল, মহব্বত, শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম, আব্দুল কুদ্দুস প্রমুখ। সভায় বক্তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আজকের গোলাপগঞ্জের মহাসমাবেশ সফল করার জন্য প্রতি আহ্বায়ন জানান। সেই সাথে কানাইঘাট সুরমা সেতুর নাম আল্লামা মুশাহীদ সেতু করায় এবং আজ প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোদনের ঘটনায় কানাইঘাট বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান বক্তারা। এছাড়া সভায় কারামুক্ত যুবলীগ নেতা মাহবুবুর রহমানকে সংবর্ধিত করা হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়