Saturday, September 14

রাজশাহীর গোদাগাড়ীতে নৌকাডুবি নিহত ২, নিখোঁজ ১৩

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীর রেলবাজার এলাকায় পদ্মানদীতে নৌকাডুবির ঘটনায় দুইজন নিহত ও ১৩ জন নিখোঁজ হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে গোদাগাড়ীর রেলবাজার এলাকার পদ্ম নদীর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও নিখোঁজরা সবাই নৌকাযোগে চর আলাতুলি এলাকায় যাচ্ছিলেন।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি গ্রামের কুতু ম-লের ছেলে দেলওয়ার হোসেন বাদশা ও সাহেব আলীর মেয়ে আসরাত জাহান (৩)। নিখোঁজদের উদ্ধারে দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছে।
এলাকাবাসী ও দমকল সূত্র জানায়, গোদাগাড়ীর রেলবাজার এলাকায় দিয়ে নৌকাযোগে পদ্মার ওপরের চরে থাকা আত্মীয়দের বাড়িতে লোকজন যাতাযাত করেন। শনিবার হাটের দিন। পদ্মা নদীর ওপারে চর আলাতুলি এলাকার লোকজন রেলবাজারে হাট করতে আসেন। শনিবার বেলা ৩টার দিকে চর আলাতুলি এলাকার ৫০ জন যাত্রী নিয়ে রেলবাজার থেকে চর আলাতুলি যাওয়ার পথে পদ্মা নদীর মাঝামাঝি এলাকায় আসলে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি বাতাসের তোড়ে ডুবে যায়। এসময় নৌকায় থাকা ৫০ জন যাত্রীর মধ্যে ৩৫ জন সাঁতার কেটে আশেপাশের চরে উঠে। নৌকায় থাকা আরো ১৩ জন যাত্রী এখনো নিখোঁজ আছে। বাকি দুইজনের লাশ দমকল বিভাগ উদ্ধার করেছে। 
গোদাগাড়ী দমকল বিভাগের স্টেশন অফিসার আবু সামা জানান, তাদের ধারণা নিখোঁজ লোকদের অনেকেই সাঁতার কেটে আশেপাশের চরে গিয়ে উঠেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়