Tuesday, September 3

পাঁচ বছর বয়সেই পাইলট

৩১ আগস্ট। বেজিং ওয়াল্ডলাইফ পার্কের ওপর দিয়ে উড়ে গেল প্লেনটা।  ৩৫ মিনিট ধরে আকাশে চক্কর দিলো সেটা। ৩০ কিলোমিটার চলেছে এটি। সফলভাবে অবতরণ করলো প্লেন। সবকিছু হয়েছে পাইলটের দক্ষতার কারণে।
পাইলটের বয়স মাত্র পাঁচ বছর। যে বয়সে খেলনা প্লেনই অনেকেই চালাতে পারে না। সেই ৫ বছর বয়সেই সত্যিকারের একটা প্লেন চালালো হি আইদে, ডাক নাম দুদু (বাংলায় যাকে দুষ্টু বলে)। দুদুই এখন বিশ্বের কনিষ্ঠতম পাইলট। কদিনের মধ্যেই গিনিস বুক ওয়ার্ল্ডে উঠতে চলেছে তার নাম।

গত বছরেই দুদু একটা কাণ্ড ঘটিয়েছিল। যে কাণ্ড দেখতে ইন্টারনেট দুনিয়া একেবারে হামলে পড়েছিল। ইউটিউবে আপলোড করার ভিডিও দেখানো হয়েছিল -১৩ ডিগ্রি সেলসিয়াসে খালি গায়ে দৌড়াচ্ছে দুদু।

দুদুর এই কীর্তিকলাপের পিছনে তার বাবা। ভালবেসে দুদুর বাবাকে সবাই ডাকে `ঈগল ড্যাড` বলে। দুদুর মধ্যে অ্যাডভ্যাঞ্চার, সাহস তিনিই ঢুকিয়েছেন। শিখিয়েছেন আলাদা কিছু করতে হলে সবার আগে দরকার সাহস। আর লাগে ইচ্ছা, অনেক অনেক ইচ্ছা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়