Tuesday, September 3

মুফতি ওয়াক্কাসের মুক্তির দাবিতে মণিরামপুরে মিছিল

যশোর: জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব ও হেফাজতে ইসলামের নায়েবে আমীর সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাস এর নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার মণিরামপুর বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে মণিরামপুর জমিয়তে ইলামায়ে ইসলাম। 
বিকেলে মণিরামপুর পৌর-শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  স্থানীয় জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাও. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মাও. মুজিবুর রহমান, মুফতি ইয়ামিন, মাও. ইয়াসিন, প্রকৌশলী আজহারুল ইসলাম, মাও. বরকতুল্লাহ প্রমুখ। 
উল্লেখ্য, মুফতি ওয়াক্কাসকে সোমবার ঢাকার মালিবাগের চৌধুরীপাড়া থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনার পর মুফতি ওয়াক্কাসের জম্মস্থান যশোরের মণিরামপুর উপজেলায় সাধারন জনগণের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়