Wednesday, August 28

বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের অধিনে নির্বাচনে অংশগ্রহন করবে : ফারুক খান

নরসিংদী: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী কর্ণেল (অব:) ফারুক খান বলেছেন, বিএনপি-জামায়াত-শিবির তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিরোধীতা করেছিল। বিচারপতি কে,এম হাসানের বয়স বাড়িয়ে এবং এক কোটি ২৩ লাখ ভূয়া ভোটার করে নির্বাচন কমিশনকে বিতর্কিত করেছিল। এখন তারাই আবার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায়। যা কখনো সম্ভব নয়। আমার বিশ্বাস বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের অধিনে অবশ্যই সংসদ নির্বাচনে অংশগ্রহন করবে। কারণ, আওয়ামী লীগ সরকারের আমলে সিটি কর্পোরেশন নির্বাচনসহ সকল নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। 
বুধবার নরসিংদীর পাঁচদোনায় দেশের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে স্থানীয় সাংবাদিকদের সাথে আলোচনাকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, দেশে দু’টিধারার রাজনীতি চলছে। একদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও অপরদিকে জামায়াত শিবির-রাজাকার তথা মৌলবাদ,জঙ্গীবাদ গোষ্ঠি। কাজেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড সাধিত করেছেন। রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, স্কুল,কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। পর্যটন ক্ষেত্রে ২০১২ সনে, ১০০.৮৬ মিলিয়ন ডলার বৈদেশীক মুদ্রা আয় হয়েছে এবং প্রায় ৬ লক্ষ পর্যটক বাংলাদেশে পরিভ্রমন করেছেন। শুধু মাত্র বিমান পরিবহন খাতেই ১০ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এসেছে। তিনি বলেন ড্রিম হলিডে পার্ককে আরো আকর্ষনীয় করে তুলতে সরকার প্রয়োজনীয় সকল প্রকার সহযোগীতা করবে। ড্রিম হলিডে পার্কের এমডি প্রবীর কুমার সাহা প্রায় ৮ বছর পূর্বে এই আকর্ষণীয় পার্কটি তৈরী করেন। এ পার্ক দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী পুরুষ-শিশু সমবেত হয়ে থাকে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়