Monday, August 19

এক চুল নয়, আপনাকে বহু চুল নড়তে হবে : হাসিনাকে-খোকা

ঢাকা : আগামী নির্বাচন নিয়ে সংবিধান থেকে একচুলও নড়া হবে না’-প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমলোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, এক চুল নয়, আপনাকে বহু চুল নড়তে হবে। এমন সময় আসবে যখন আপনার মাথায় একটি চুলও থাকবে না। সে ব্যবস্থা আমরা করবো।

সোমবার বিকেলে স্বেচ্ছাসেবক দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভায় তিনি একথা বলেন। 

পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সমালোচনা করে খোকা বলেন, তিনি বলেছেন যারা হরতাল দেবে তাদের ঘরে ঢুকে হত্যা করা হবে। গণতন্ত্রে বিশ্বাস করলে প্রধানমন্ত্রীর উচিত হবে এ মন্ত্রীকে বহিষ্কার করা। আর পুলিশ বাহিনীর উচিত হবে তাকে গ্রেফতার করে হাজতখানায় দেয়া। অন্যথায় এ ধরনের মন্ত্রীদের সমুচিত জবাব দেয়ার জন্য আমরা প্রস্তুত আছি।

এসময় মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, এমকে আনোয়ার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়