Thursday, August 29

সিরিয়াকে হামলার মাধ্যমে শিক্ষা দিবেন: ওবামা

ঢাকা: প্রশাসন এ সিদ্ধান্তে , সিরিয়ার সরকারই সেদেশে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে; কাজেই দেশটির ওপর ‘সীমিত আকারের’ হামলা চালিয়ে তিনি দামেস্ককে এ ‘শিক্ষা’ দিতে চান যে, ওয়াশিংটন রাসায়নিক অস্ত্র প্রয়োগ সহ্য করে না বললেন বারাক ওবামা।

পিবিএস টিভি চ্যানেলের নিউজআওয়ার অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাতকারে ওবামা এ হুমকি দিয়েছেন। তবে বুধবার রাতে  ওবামা বলেছিলেন, মিত্র দেশগুলোর সঙ্গে শলা-পরামর্শ না করে একতরফাভাবে সিরিয়ায় কোনো হামলা করবে না মার্কিন সরকার।


সিরিয়ায় কোন পক্ষ রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে তা তদন্ত করার জন্য বর্তমানে মার্কিন সমর্থনেই জাতিসংঘের পর্যবেক্ষক দল সিরিয়ায় অবস্থান করছে। মজার ব্যাপার হচ্ছে, ওই পর্যবেক্ষক দলের প্রতিবেদন প্রকাশ হওয়ার আগেই ওবামা ওয়াশিংটনে বসে এ সিদ্ধান্তে পৌঁছে গেছেন যে, সিরিয়ার সরকারই রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়