Wednesday, August 21

ভোলাহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ): ভোলাহাটের খালেআলমপুর গ্রামে এক শিশু বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে জানা গেছে। সরজমিনে জানা গেছে, উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের খালেআলমপুর গ্রামের বুদ্ধু শেখের মাত্র ৭ বছরে ছোট্ট শিশু কোরবান আলী ওরফে ইদু বুধবার বেলা প্রায় ১২টার দিকে তার সাথী আর সব ছোট্ট শিশুদের নিয়ে তার বড় বোন শাবানাসহ খেলার ছলে বাড়ীর পার্শ্বে পুকুরের পানিতে গোসল করতে যায়। হঠাৎ করেই শিশু ইদু তার গোসল করার একপর্যায়ে পুকুরের অতল পানিতে ডুবে যায়। ইদুর বোন শাবানা তার বাবা-মা বুদ্ধু শেখ ও সাজেদা বেগম সাজো অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পার্শ্ববর্তীরা সহ খোঁজ নিয়ে বেলা সাড়ে ১২টার দিকে মৃত অবস্থায় উদ্ধার করে। ইদুকে উদ্ধার করার পর কান্নায় ভেঙ্গে পড়েন বাবা-মা সহ আত্মীয়-স্বজনরা। বাচ্চাটির মৃত্যুর খবর জানাজানি হলে তাদের বাড়ীতে মানুষের ঢল নামে। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়