Thursday, August 22

পুঠিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় রাজনৈতিক দলের মদদে ও থানা পুলিশের ছত্র-ছায়ায় গড়ে উঠেছে আঃ করিমের সন্ত্রাসী বাহিনী। তাদের নিয়োজিত বাহিনীর অপহরণ, চাঁদাবাজী, ছিনতাই, মাদক ব্যবসা, জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ এখন পুঠিয়াবাসী। এ সকল সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থার দাবীতে পুঠিয়াবাসীর পক্ষে স্থানীয় লোকজন (ভুক্তভোগী) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার দুপুর ১২ টায় করিম বাহিনীর প্রধান আঃ করিমকে আটক করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সদর এলাকার ঢাকা-রাজশাহী মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা চত্ত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জিউপাড়া ইউপি চেয়ারম্যান রুস্তম আলী, সাবেক রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি জিএম হিরা বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল আখতার প্রমুখ। বক্তারা করিম বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী আঃ করিম, বিপ্লব, সাইদুরসহ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান। 
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান, ঘটনার সত্যতা স্বীকার করে জানান, করিম বাহিনীর প্রধান সন্ত্রাসী আঃ করিমকে আটক করা হয়েছে। বাঁকি সন্ত্রাসীদেরও আটকের প্রক্রিয়া চলছে। তিনি জানান, আঃ করিমের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজী, ছিনতাই, মাদক ব্যবসা, জমি দখলসহ কয়েকটি মামলা ও অভিযোগ রয়েছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়