ঢাকা : আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচন হবে শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান অনুযায়ী। বিরোধী দল এখনো সংলাপের কথা বলেন। এখনো সংলাপের সময় আছে, তবে তত্ত্বাবধায়ক নিয়ে নয়, আগামী নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে কিভাবে সুষ্ঠু ও সুন্দর করা যায় সে বিষয়ে।
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সৈনিক লীগের ‘জাতীয় শোক দিবসে’র আলোচনা সভায় এসব অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আর এই জঙ্গি সংগঠনগুলোর মূল নায়ক হলেন তারেক রহমান। ’৭১ সালে আমাদের চিহ্নিত শত্রু ছিল পাকিস্তানি ও রাজাকাররা। আর এখন আমাদের চিহ্নিত শত্রু হলো স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত-জঙ্গি। আর এদের নেতৃত্ব দিচ্ছেন খালোদা জিয়া। এর সঙ্গে আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীও যোগদান করেছেন।’
কামরুল বলেন, ‘দেশে এখন অনেক জঙ্গি সংগঠনের পরিচয় পাওয়া যাচ্ছে। বগুড়া, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে তাদের কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যাচ্ছে, এমনকি গ্রেপ্তারও হচ্ছে। এই সব নতুন-পুরাতন সকল জঙ্গি সংগঠন এতটা সাহস পাচ্ছে শুধুমাত্র খালোদা জিয়ার নেতৃত্বের কারণে।’
বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, সংসদ সদস্য শাহিন মনোয়ারা হক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক স্বাধীন মজুমদার, শাহ আকরাম হোসেন প্রমুখ।---ডিনিউজ
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সৈনিক লীগের ‘জাতীয় শোক দিবসে’র আলোচনা সভায় এসব অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আর এই জঙ্গি সংগঠনগুলোর মূল নায়ক হলেন তারেক রহমান। ’৭১ সালে আমাদের চিহ্নিত শত্রু ছিল পাকিস্তানি ও রাজাকাররা। আর এখন আমাদের চিহ্নিত শত্রু হলো স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত-জঙ্গি। আর এদের নেতৃত্ব দিচ্ছেন খালোদা জিয়া। এর সঙ্গে আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীও যোগদান করেছেন।’
কামরুল বলেন, ‘দেশে এখন অনেক জঙ্গি সংগঠনের পরিচয় পাওয়া যাচ্ছে। বগুড়া, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে তাদের কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যাচ্ছে, এমনকি গ্রেপ্তারও হচ্ছে। এই সব নতুন-পুরাতন সকল জঙ্গি সংগঠন এতটা সাহস পাচ্ছে শুধুমাত্র খালোদা জিয়ার নেতৃত্বের কারণে।’
বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, সংসদ সদস্য শাহিন মনোয়ারা হক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক স্বাধীন মজুমদার, শাহ আকরাম হোসেন প্রমুখ।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়