Thursday, August 29

তালেবান হামলায় এক মার্কিন সেনা নিহত

ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে তালেবান হামলায় এক মার্কিন সেনা নিহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, গজনিতে আমেরিকা ও পোল্যান্ডের সেনাদের এক যৌথ ঘাঁটিতে বুধবার ওই হামলা হয়। এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

তবে, গজনি প্রদেশের সহকারি গভর্নর মোহাম্মাদ আলী আহমাদি জানিয়েছেন, তালেবানরা ন্যাটো জোটের ওই ঘাঁটির প্রবেশ পথে দু’টি গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে এর ভেতর ঢুকে পড়ে। অন্তত ১০ জন তালেবান বিদেশি সেনাদের সঙ্গে প্রায় এক ঘন্টা ধরে বন্দুকযুদ্ধে লিপ্ত থাকে। এ ঘটনায় চার আফগান পুলিশ এবং তিন বেসামরিক ব্যক্তিও নিহত হয়।


পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের ১০ সৈন্যকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটি আরো বলেছে, আহত সেনাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।


আহমাদি জানিয়েছেন, ন্যাটো জোটের ঘাঁটি আক্রান্ত হওয়ার পর সেখানে তালেবানদের প্রতিহত করতে পুলিশ তলব করা হয়। বুধবার রাত ১০টার দিকে সংঘটিত ওই বন্দুকযুদ্ধে চার পুলিশ ও তিন বেসামরিক ব্যক্তিও নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশসহ অপর ৫২ ব্যক্তি।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়