Thursday, August 15

দেশের মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চান : হান্নান শাহ

গাজীপুর : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, দেশের মানুষ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন চান। 

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় শ্রীপুর পৌরসভা নির্বাচন স্থগিতের প্রতিবাদে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভার পূর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের যদি এতই নিজেদের শক্তি ও সমর্থনের যে দাবি তারা করছেন সেটা প্রমাণ করার জন্য তাদের সরকার ব্যবস্থায়ই গণভোট করে দেখুক জনগণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন চান কি না। আওয়ামী লীগ সেই গণভোট থেকেও ভয় পায় বলে তারা গণভোট করতে রাজী হবে না।

হান্নান শাহ আওয়ামী লীগকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, জনমত যাচাই করুন দেখবেন আপনাদের অবস্থান জনগণের মনে প্রথম তো নয়ই, দ্বিতীয় হবে কিনা জানি না, আপনাদের রাজনৈতিক অবস্থান হবে তৃতীয় বা চতুর্থ স্থানে। 

শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান ফকিরের সভাপতিত্বে স্থানীয় বিএনপি আয়োজিত ওই প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহিদ, বিএনপি নেতা এস এম রুহুল আমীন প্রমুখ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়