পাকিস্তানে প্রবল বর্ষণে রোববার ৩৮ জন মারা গেছেন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। শনিবার থেকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল ও করাচিতে মুষলধারে বৃষ্টি হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। ক্রমাগত বৃষ্টির ফলে বন্যা দেখা দিতে পারে মনে করছে দেশটির প্রশাসন। এদিকে পাকিস্তানের 'দ্য ডন' পত্রিকা নিহতের সংখ্যা ৩৪ বলে জানিয়েছে।
সামরিক বাহিনী ত্রান সাহায্য নিয়ে করাচি পৌছেছে। এই শহরে মারা গেছেন ১০ জন। এদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। এছাড়াও খাইবার-পাখতুন, গিলগিট-বালতিসতানে মারা গেছে ১৩ জন ও আহত হয়েছে ৩৪ জন। পাঞ্জাবে মারা গেছে ছয়জন।
রোববার দিনের শুরু থেকেই আবার করাচিতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। রেকর্ডমতে এর পরিমাণ ছিল ১১৫ মিলিমিটার। চারিদিকে বিদ্যুৎ বিভ্রাটও চরম আকার ধারণ করেছে।
করাচি শহর প্রশাসকরা বলেন, “শহরের বিভিন্ন জায়গায় আমরা জরূরী ভিত্তিতে ত্রাণ সরবরাহ করছি। দেশের এই পরিস্থিতিতে সরকার সামরিক সাহায্য পাঠাচ্ছে। বিশেষত নীচু এলাকাগুলোতে।”
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়