Tuesday, August 20

শুরু হলো বিশ্বকাপের টিকিট বিক্রি

বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় আসর বিশ্বকাপ ফুটবলের আসল উত্তাপ ছড়ানো শুরু হয়ে গেলো! ২০ আগস্ট মঙ্গলবার থেকে শুরু হয়েছে ব্রাজিল বিশ্বকাপের টিকিট বিক্রি। ফিফা’র অফিসিয়াল ওয়েব সাইট থেকে কেনা যাবে ২০১৪ বিশ্বকাপের টিকিট।
ফিফা মনে করছে ২০০৬ এর জার্মানি বিশ্বকাপের মতো এবারও টিকিটের জন্য হুমড়ে পড়বে দর্শকরা। ২০০৬ সালে প্রতিটি টিকিটের জন্য ৬ জন করে দর্শক আবেদন করেছিলো। সে দিকে চিন্তা ভাবনা করেই এবার টিকিট ছেড়েছে ফিফা।
পুরো টুর্নামেন্টের জন্য প্রায় ৩৫ লাখ টিকিট থাকছে এবার।
প্রথম রাউন্ডের ম্যাচের টিকিটের দাম শুরু হবে ৯০ ডলার থেকে এবং ফাইনালের টিকিটের দাম পড়বে সর্বোচ্চ ৯৯০ ডলার। তবে ৬০ বছরের বেশি বয়সী ব্রাজীলিয়দের জন্য টিকিটের দাম হবে কম। স্থানীয় ছাত্রদের জন্যও কম দাম প্রযোজ্য হবে।
কেমন টিকিট বিক্রি হতে পারে; এ বিষয়ে ফিফা’র মার্কেটিং ডিরেক্টর থিয়েরি উইল বলেন, “বিশ্বকাপের টিকিট বিপণন বেশ চ্যালেঞ্জিং একটি কাজ। আশা করি এবারের বিশ্বকাপে জার্মানি ও দক্ষিণ আফ্রিকার চেয়ে বেশি টিকিট বিক্রি হবে।”---পরিবর্তন


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়