রাজশাহী: রাজশাহীর কর কমিশনারের বিরুদ্ধে মামলা করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান ডা. বিকে দাম রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। মামলায় কর কমিশনারের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনেছেন ওই চিকিৎসক।
আদালতে করা মামলায় ডা. বিকে দাম অভিযোগ করেছেন, তিনি একজন করদাতা। গত অর্থবছরে ২ লাখ ৯৭ হাজার ৫৮০ টাকা কর দিয়েছেন। তিনি কোন কর খেলাপী নন। কিন্তু রাজশাহী কর অঞ্চলের কমিশনার আ.জা.মু জিয়াউল হক গত ৫ আগস্ট সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। বাদীর কাছে কোটি কোটি কালো টাকা আছে বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আগাম অনুমতি না নিয়ে তিনি সংবাদ সম্মেলন করে কোন তথ্য প্রমাণ ছাড়া মিথ্যা অভিযোগ করে বাদীর মানহানি করেছেন।
মামলায় বলা হয়, গত ৫ আগস্ট কর কমিশনার সংবাদ সম্মেলন করে বাদীর কাছে কালো টাকা থাকার অভিযোগ তোলেন। ৭ আগস্ট কর কমিশনারের এমন বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে ডা. বিকে দাম লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু তারপরেও কর কমিশনার তার বক্তব্য প্রত্যাহার না করায় তিনি মামলাটি করেন।
রাজশাহী কর অঞ্চলের কমিশনার আ.জা.মু জিয়াউল হক জানান, তিনি ডা. বিকে দামের লিগ্যাল নোটিশ হাতে পাওযার পরপরই তার উত্তর রেজিস্ট্রি ডাক মারফত পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেন, গত ৫ আগষ্টের ওই সংবাদ সম্মেলনে তিনি ডা. বিকে দামের সম্পদ সম্পর্কে কোন মন্তব্য করেননি।--ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়