Sunday, August 18

ইসরাইলি দখলদারিত্ব বজায় রেখে ফিলিস্তিন সমস্যার সমাধান হবে না : বান কি মুন

ঢাকা : ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব বজায় রেখে ফিলিস্তিন সমস্যার সমাধান করা যাবে না। এ কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। একইসঙ্গে তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অব্যাহত বসতি নির্মাণের নিন্দা জানান।

শুক্রবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বান কি মুন এসব কথা বলেন। তিনি বলেন, “ইসরাইলি প্রধানমন্ত্রী নিজেও জানেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে রাখা মানেই দীর্ঘমেয়াদি সমাধান নয়।”

এর আগে, বৃহস্পতিবার বান কি মুন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের সঙ্গে রামাল্লায় সাক্ষাত করেন। সে সময় তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধভাবে ইসরাইলি বসতি নির্মাণের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

আব্বাসের সঙ্গে সাক্ষাতে বান কি মুন এও বলেছেন, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম অব্যাহতভাবে ইসরাইলি বসতি নির্মাণের কারণে তিনি ভীষণ অস্বস্তিতে রয়েছেন। এ ধরনের বসতি নির্মাণের ফলে শান্তি অর্জন ও ইসরাইলিদের বিষয়ে ফিলিস্তিনিদের মাঝে মারাত্মক অবিশ্বাস তৈরি হয়েছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়