ঢাকা : প্রশাসক নিয়োগের বিধান রেখে মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। লাইসেন্স ছাড়া এমএলএম ব্যবসা করলে জেল জরিমানার বিধান রেখে আইন প্রণয়নের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইয়া বলেন, সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে আইনটি তৈরি করা হয়েছে।
এ আইনের ফলে মাল্টি লেভেল মার্কেটিং করতে হলে কোম্পানি গঠন করে লাইসেন্স নিতে হবে। লাইসেন্সের মেয়াদ হবে এক বছর, যা পরে নবায়ন করা যাবে। এই লাইসেন্স কোনোভাবেই হস্তান্তর করা যাবে না।
শর্ত বা আইন ভাঙলে লাইসেন্স স্থগিতের পাশাপাশি জেল জরিমানার বিধান রাখা হয়েছে বলেও সচিব জানান।
এছাড়া বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধণ) অধ্যাদেশ ২০১৩ এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে।---ডিনিউজ
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইয়া বলেন, সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে আইনটি তৈরি করা হয়েছে।
এ আইনের ফলে মাল্টি লেভেল মার্কেটিং করতে হলে কোম্পানি গঠন করে লাইসেন্স নিতে হবে। লাইসেন্সের মেয়াদ হবে এক বছর, যা পরে নবায়ন করা যাবে। এই লাইসেন্স কোনোভাবেই হস্তান্তর করা যাবে না।
শর্ত বা আইন ভাঙলে লাইসেন্স স্থগিতের পাশাপাশি জেল জরিমানার বিধান রাখা হয়েছে বলেও সচিব জানান।
এছাড়া বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধণ) অধ্যাদেশ ২০১৩ এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে।---ডিনিউজ
খবর বিভাগঃ
বিশেষ খবর

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়