Thursday, August 29

মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে মোবাইল সংযোগ দিবে টেলিটক

ঢাকা: মুক্তিযোদ্ধাদের প্রতি সমাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবার রাষ্ট্রয়াত্ব একমাত্র মোবাইল টেলিকম প্রতিষ্ঠান ‘টেলিটক বাংলাদেশ লিমিটেড’ বিনামূল্যে মোবাইল সংযোগ এবং সেবা প্রদান করবে। সিএসআর কার্যক্রমের অংশ হিসাবে তিনশ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে টেলিটক সিম এবং প্রতিমাসে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে পাঁচশ টাকার ফ্রি টকটাইম প্রদান করা হবে। আগামীকাল শুক্রবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের হাতে এ ফ্রি সিম তুলে দিবেন বলে টেলিটক বাংলাদেশ লিমিটেড সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান অপরিসীম। তাই যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য সমাজ সেবা কার্যক্রমের অংশ হিসেবে টেলিটক কোম্পানীর পক্ষ থেকে বিনামূল্যে টেলিটক সিম প্রদান এবং প্রতি মাসে পাঁচশত টাকার ফ্রি টকটাইম সেবা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষে আগামীকাল ৩০ আগস্ট শুক্রবার আনুষ্ঠানিকভাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত এবং অসহায়-অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের হাতে এ ফ্রি সিম তুলে দিবেন। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে চীর স্মরনীয় কওে রাখার জন্য এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমি মনে করি। টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ভবিষ্যতে মুক্তিযুদ্ধাদের জন্য আরো সেবামূলক কার্যক্রম হাতে নেয়া বলে বলেও তিনি জানান। মুজিবুর রহমান জানান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রাণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এ.বি. তাজুল ইসলাম এম.পি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব মোঃ আব্দুস ছাত্তার এম.পি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আবু বকর সিদ্দিক ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আলী শিকদার।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়