Tuesday, July 30

কানাইঘাটে হেফাজতে ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
 হেফাজতে ইসলাম কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল আজ সোমবার বিকেল ৫টায় স্থানীয় আল রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলামের উপজেলা শাখার সভাপতি আল্লামা শফিকুর রহমান সুরাইঘাটীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি মাওঃ এবাদুর রহমান ও মাওঃ হাবিবুল্লাহ মিছবাহর যৌথ পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ মখলিছুর রহমান কোম্পানীগঞ্জী। বিশেষ অতিথি ছিলেন, জেলা হেফাজতে ইসলামের প্রচার সচিব মাওঃ জয়নাল আবেদীন, সাবেক সংসদ সদস্য আব্দুল কাহির চৌধুরী, জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ মখলিছুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুন। বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের উপজেলা শাখার নেতা শহিদুর রহমান, মাওঃ আলিম উদ্দিন, মুফতি এহসান উল্লাহ, মাওঃ খলিলুর রহমান, মাওঃ হারুনুর রশিদ, মাওঃ মহি উদ্দিন, মাওঃ বুরহান উদ্দিন, মাওঃ এবাদুর রহমান, মাওঃ আমান উল্লাহ, ডাঃ নেজাম উদ্দিন, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শরিফুল হকসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মাওঃ মখলিছুর রহমান বলেন, ইসলাম ও মুসলমানের পে কথা বলার অপরাধে উপ-মহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা শফিসহ শত শত উলামায়ে কেরামের বিরুদ্ধে ইসলাম বিদ্বেশী বর্তমান সরকার মিথ্যা প্রচারণার পাশাপাশি আলিম উলামাদের উপর জুলুম নির্যাতন করছে। ঈদের পর আল্লা শফির নেতৃত্বে ঈমান বাঁচা শেখ হাসিনা হটাও আন্দোলনে সবাইকে শরীক হওয়ার আহ্বান জানান। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়