Tuesday, July 30

জাপার শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাঈদুল মুরসালিম ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ হারুনুর রশিদ, জাপা নেতা মাওঃ আব্দুল জলিলের নেতৃত্বে প্রায় শতাধিক জাতীয়পার্টি ও যুব সংহতির নেতাকর্মী বিএনপিতে যোগাদান করেছেন। গত রবিবার কানাইঘাট উপজেলা বিএনপির ইফতার মাহফিলে আনুষ্ঠানিকভাবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফ্ফার, জেলা যুবদলের সভাপতি আব্দুল মন্নান, উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশিদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। যোগদানকৃত নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে এডভোকেট আব্দুল গফ্ফার আগামী দিনের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের পাশাপাশি দলের পক্ষে কাজ করার জন্য বিএনপিতে যোগদানকৃতদের প্রতি আহ্বান জানান। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়