Monday, July 8

গাজীপুরে কাউন্সিলর পদে আওয়ামী লীগই বেশি জয়ী

গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৫৭টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে বিজয়ীদের মধ্যে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ২৯ জন এবং বিএনপির রাজনীতিতে জড়িত ২৩ জন বিজয়ী হয়েছেন। এছাড়া, জয়ের তালিকায় ২ জন জাতীয় পার্টি (এরশাদ) ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা হলেন-  ২ নং ওয়ার্ডে মো. সোলায়মান মিয়া, ৩ নং ওয়ার্ডে সাইজউদ্দিন মোল্লা, ৪ নং ওয়ার্ডে এটিএম মফিজ উদ্দিন, ৬ নং ওয়ার্ডে মো. গিয়াস উদ্দিন মোল্লা, ৮ নং ওয়ার্ডে সেলিম রহমান, ৯ নং ওয়ার্ডে শফিকুল আমিন, ১০ নং ওয়ার্ডে খলিলুর রহমান, ১৩ নং ওয়ার্ডে খোরশেদ আলম সরকার, ১৮ নং ওয়ার্ডে ছফর আলী, ২১ নং ওয়ার্ডে ফারুক আহম্মেদ, ২৫ নং ওয়ার্ডে শওকত আলম, ২৭ নং ওয়ার্ডে জাবেদ আলী, ৩০ নং ওয়ার্ডে জান্নাতুর রহমান, ৩২ নং ওয়ার্ডে মো. আলী, ৩৫ নং ওয়ার্ডে আব্দুল্লাহ আল মামুন, ৩৬ নং ওয়ার্ডে সানোয়ারুল রহমান, ৩৮ নং ওয়ার্ডে জিল্লুর রহমান, ৩৯ নং ওয়ার্ডে মাসাদুল হাসান বিল্লাল, ৪০ নং ওয়ার্ডে আজিজুর রহমান শিরিষ, ৪১ নং ওয়ার্ডে বজলুর রহমান বাছির, ৪৩ নং ওয়ার্ডে আসাদুর রহমান কিরণ, ৪৪ নং ওয়ার্ডে মাজহারুল ইসলাম, ৪৫ নং ওয়ার্ডে শাহ আলম রিপন, ৪৬ নং ওয়ার্ডে নুরুল ইসলাম, ৪৭ নং ওয়ার্ডে হেলাল উদ্দিন, ৫০ নং ওয়ার্ডে কাজী আবু বকর সিদ্দিক, ৫১ নং ওয়ার্ডে মজিবুর রহমান, ৫৬ নং ওয়ার্ডে আবুল হোসেন, ৫৭ নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন সরকার।
নির্বাচিত বিএনপি সমর্থিত কাউন্সিলররা হলেন- ১ নং ওয়ার্ডে আঃ সালাম আহমেদ আব্বাস, ৫ নং ওয়ার্ডে দবির উদ্দিন আহমেদ, ১১ নং ওয়ার্ডে আজহারুল ইসলাম মোল্লা, ১৫ নং ওয়ার্ডে ফয়সাল আহমেদ সরকার, ১৬ নং ওয়ার্ডে মুছলেম উদ্দিন চৌধুরী মুসা, ১৭ নং ওয়ার্ডে মেহেদী হাসান ফারুক, ১৯ নং ওয়ার্ডে তানভির আহমেদ, ২০ নং ওয়ার্ডে শহীদুল ইসলাম, ২২ নং ওয়ার্ডে ছবদেল হাসান, ২৩ নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ২৪ নং ওয়ার্ডে মাহবুবুর রশিদ খান শিপু,  ২৬ নং ওয়ার্ডে হান্নান মিয়া হান্নু, ২৮ নং ওয়ার্ডে হাসান আজমল ভূঁইয়া, ২৯ নং ওয়ার্ডে খায়রুল আলম, ৩৩ নং ওয়ার্ডে মিজানুর রহমান, ৩৪ নং ওয়ার্ডে মাহফুজুর রহমান, ৩৭ নং ওয়ার্ডে ফজলুল হক চৌধুরী, ৪২ নং ওয়ার্ডে সুলতান উদ্দিন আহমেদ, ৪৮ নং ওয়ার্ডে শফিউদ্দিন, ৫২ নং ওয়ার্ডে আতাউর রহমান, ৫৩ নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৫৪ নং ওয়ার্ডে শেখ আব্দুল আলেক, ৫৫ নং ওয়ার্ডে সেলিম রহমান। জাতীয় পার্টি সমর্থিত বিজয়ী কাউন্সিলররা হলেন- ৭ নং ওয়ার্ডে হুমায়ুন কবির ও ৪৯ নং ওয়ার্ডে মো. বাদল। স্বতন্ত্র বিজয়ী কাউন্সিলর হলেন ১৪ নং ওয়ার্ডে হাবিবুর রহমান হাবিব,  ৩১ নং ওয়ার্ডে মো. রফিকুজ্জামান ও ৩০ নং ওয়ার্ডে আব্বাস উদ্দিন। করপোরেশনের নির্বাচনে ৫৭টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের বিপরীতে ৪৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। 
মহিলা কাউন্সিলর পদে যারা জয়ী
বিজয়ী সংরক্ষিত নারী কাউন্সিলগণ হলেন- পারভিন আক্তার, মাহমুদা আলম, শিরিন চাকলাদার,  শাহানাজ,  বকুল আক্তার, আমেনা খাতুন, পারভিন, আঞ্জুমানারা, নূরুন নাহার, আয়েশা আক্তার, সালমা খাতুন, রিনা আক্তার, শিরিন আক্তার, হুসনে আরা, সাহেরা আক্তার,  কামরুন নাহার, নাসরিন,  কেয়া শারমিন ও রাখি সরকার। তাদের মাঝে রয়েছেন বিএনপির ৮ জন, আওয়ামী লীগের ৬ জন এবং জাতীয় পার্টির একজন। ১৯টি সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদের বিপরীতে ১২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়