Monday, July 29

ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮

ইতালির দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহি বাস ফ্লাইওভার থেকে খাদে পড়ে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১১ জন।
রোববার খ্রিষ্টান তীর্থযাত্রীদের বহনকারী ওই বাসটি ফ্লাইওভার থেকে প্রায় একশ ফুট নিচে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির উদ্ধারকারী কর্মকর্তারা।
ইতালির সংবাদ সংস্থা আনসা’র বরাত দিয়ে বিবিসি এ খবর নিশ্চিত করেছে।
ইতালির ক্যাম্পানিয়া অঞ্চলের এভেলিনো শহরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
বিবিসি সূত্রে জানা যায়, বাসটি ফ্লাইওভারে ওঠার আগে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। পরে ফ্লাইওভারের রেলিংয়ের গায়ে ধাক্কা খেয়ে এটি নিচে পড়ে যায়।
বিবিসি আরও জানায়, বাসটিতে শিশু সহ ৫০ জন যাত্রী ছিল।
বাসটি এভেলিনো প্রদেশের নেপলস শহর থেকে ফেরার পথে দুর্ঘটনায় শিকার হয়।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
এদিকে, ইতালির সরকারি টেলিভিশন এই সড়ক দুর্ঘটনাকে দেশটির জন্য একটি সংকটময় মুহূর্ত বলে উল্লেখ করেছে।
সূত্র : বিবিসি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়