Wednesday, July 17

মুজাহিদের রায়ে আ’লীগের সন্তোষ প্রকাশ

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়ে সন্তোষ প্রকাশ করেছে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পরপরই এক প্রতিক্রিয়ায় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ সন্তোষের কথা জানান।

বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আ’লীগের এক বর্ধিত সভায় তিনি এ প্রতিক্রিয়া জানান।

এ সময় হানিফ জামায়াতকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, জামায়াতের নিবন্ধন বাতিল করা উচিত।

তিনি আরও বলেন, জামায়াত নেতাদের যুদ্ধাপরাধের রায় এ সরকারের আমলেই কার্যকর করা হবে। জামায়াতের বিরুদ্ধে গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে এসেছে। আমরা দেশবাসীর কাছে আহবান জানাই তারা যেনো রায় কার্যকরের ব্যাপারে সরকারকে সহযোগিতা করেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী নিধন ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের হত্যা ধর্ষণের ঘটনার দায়ে জামায়াতে ইসলামীর শীর্ষনেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
 
বুধবার দুপুর ২টার কিছুক্ষণ আগে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ এ রায় দেন।
 
মুক্তিযুদ্ধের সময় হত্যা, বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যা, লুণ্ঠন, অপহরণ, অগ্নিসংযোগ, নির্যাতন এবং এসব অপরাধে সহযোগিতা, প্ররোচনা, উস্কানি দেওয়াসহ মানবতাবিরোধী অপরাধের ৩৪টি ঘটনায় ৭টি অভিযোগের মধ্যে ৫টি অভিযোগই প্রমাণিত হয়।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়