Sunday, June 2

তুরস্কে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে


ঢাকা: শনিবার দ্বিতীয় দিনের মতো তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বিক্ষোভ হয়েছে। দেশটিতে পরিবেশগত আন্দোলন এখন সরকার পতনের আন্দোলনে রৃপ নিয়েছে। বিক্ষোভ রাজধানী ছাড়িয়ে অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে।

২০০৩ সালে প্রধানমন্ত্রী রিকেপ তাইয়্যিপ এরদোগানের সরকার ক্ষমতায় আসার পর এটিই সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা। সমালোচকরা বলছেন, এরদোগানের সরকারের রক্ষণশীল মানসিকতা এবং কর্তৃত্ববাদের বিরুদ্ধে এই বিক্ষোভ।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ইস্তাম্বুল শহরের তাসকিম এলাকায় একটি পার্কে গাছ কাটার উদ্যোগ নেয় সরকার। গাছ কাটার প্রতিবাদে গত সোমবার আন্দোলন শুরু করে একদল বিক্ষোভকারী। তারা সেখানে তাঁবু খাটিয়ে লাগাতার অবস্থান ধর্মঘট করতে থাকে। 

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের সংখ্যাও ক্রমশ বাড়তে থাকে। এর ধারাবাহিকতায় গতকাল ইস্তাম্বুলের তাসকিম স্কয়ারে জড়ো হয় হাজারো বিক্ষোভকারী।  

শনিবার পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্যে করে টিয়ারগ্যাস এবং জলকামান ছোড়ে। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেণ নিক্ষেপ করে। এতে সাংবাদিক ও পুলিশসহ আহত হয় কমপক্ষে অর্ধশত।

তুরস্কের এই ঘটনায় সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। হাজার হাজার মানুষ ফেইসবুক-টুইটারে বিক্ষোভকারীদের সমর্থণ জানিয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তুরস্কের পুলিশের প্রতি দমন-পীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে।(বাংলানিউজটোয়েন্টিফোর.কম)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়