কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ শহরে মাইক্রেবাসের চাপায় সিদ্দিক মিয়া (৫০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ ঘাতক মাইক্রোবাসটি আটক করেছে। বুধবার ভোর পৌনে ৬ টার দিকে শহরের উপকণ্ঠ বয়লা নামক স্থানে করিমগঞ্জ সড়কে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত সিদ্দিক মিয়া কৃষাণ মাড়াইকলের নৈশ প্রহরী। সারারাত ডিউটি শেষে ভোরে বাইসাইকেল যোগে বাড়ি যাবার পথে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান।
পারিবকারিক সূত্র বলছে, নান্দাইলের জোয়ার মাঠে টাকা হেরে করিমগঞ্জের জাফরাবাদ ইউপি চেয়ারম্যান সোনা মিয়া মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। চালক আনোয়ার অঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সিদ্দিক মিয়াকে চাপা দেয়। খোঁজ নিয়ে সন্ধ্যান পেয়ে মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১৪-০৩০০) আটক করে পুলিশে সোপর্দ করা হয়।(ডিনিউজ)
পুলিশ জানিয়েছে, নিহত সিদ্দিক মিয়া কৃষাণ মাড়াইকলের নৈশ প্রহরী। সারারাত ডিউটি শেষে ভোরে বাইসাইকেল যোগে বাড়ি যাবার পথে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান।
পারিবকারিক সূত্র বলছে, নান্দাইলের জোয়ার মাঠে টাকা হেরে করিমগঞ্জের জাফরাবাদ ইউপি চেয়ারম্যান সোনা মিয়া মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। চালক আনোয়ার অঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সিদ্দিক মিয়াকে চাপা দেয়। খোঁজ নিয়ে সন্ধ্যান পেয়ে মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১৪-০৩০০) আটক করে পুলিশে সোপর্দ করা হয়।(ডিনিউজ)
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়