ঢাকা : শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোনা জেলা শাখার কার্যালয়ে বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার এর সদ্য প্রকাশিত ‘পাকিস্তানের ভূতদর্শন’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
প্রকাশনা উৎসব কমিটির আহ্বায়ক কবি আল-আজাদের সভাপতিত্বে গ্রন্থটির ওপর আলোচনা করেনঃ লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, বিশিষ্ট নারীনেত্রী ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, নেত্রকোনা সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বিধান মিত্র, সরোজ মোস্তফা, কবি স্বপন ধর, স্বপন পাল, উদীচীর জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান এবং বইয়ের প্রকাশক জাতীয় সাহিত্য প্রকাশের স্বত্ত্বাধিকারী মিলন কান্তি দাশ। অনুষ্ঠান পরিচালনা করেন পল্লব চক্রবর্তী। এর আগে সূচনা সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগীত পরিবেশন করেন প্রিয়াংকা বিশ্বাস।
জানা গেছে, জাতীয় সাহিত্য প্রকাশ থেকে গত এপ্রিল মাসে ‘পাকিস্তানের ভূতদর্শন’ বইটি প্রকাশিত হয়। বিশিষ্ট নারীনেত্রী ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়াকে উৎসর্গ করা এ বইটিতে গত চার দশকে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে বিকৃত করে কিভাবে মৃত পাকিস্তানের প্রেতাত্মাকে ফিরিয়ে আনা হয়েছে- তার অনবদ্য বয়ান তুলে ধরা হয়েছে। আলোচকরা বলেছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী তারা এই বই পড়ে নিজেদের অপকর্মের নিখুঁত বিশ্লেষণ দেখে চমকে উঠবেন। আর যারা মুক্তিযুদ্ধের চেতনার যথার্থ ধারক ও বাহক তারাও নিজেদের ব্যর্থতার খতিয়ান দেখে যেমন অনুতপ্ত হবেন তেমনি প্রজ্জ্বলিত হবেন ব্যর্থতা মোচনের লক্ষ্যে লেখকের প্রেরণাদায়ী ও আশাবাদী দিকনির্দেশনা পড়ে।
উল্লেখ্য, এর আগে অধ্যাপক যতীন সরকার এর ‘পাকিস্তানের জন্মমৃত্যু-দর্শন’ নামে অপর একটি বই পাঠক সমাজে ব্যাপক সমাদৃত হয়-যা ১৪১১ বঙ্গাব্দে প্রথমআলোর মননশীল শাখার বর্ষসেরা বই হিসাবে নির্বাচিত হয়। এর পর থেকে অগণিত পাঠকের প্রতীক্ষা ছিল বইটির পরবর্তী খন্ডের জন্য। ‘পাকিস্তানের ভূতদর্শন’ প্রকাশের মধ্য দিয়ে সেই প্রতীক্ষার অবসান হল।(ডিনিউজ)
প্রকাশনা উৎসব কমিটির আহ্বায়ক কবি আল-আজাদের সভাপতিত্বে গ্রন্থটির ওপর আলোচনা করেনঃ লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, বিশিষ্ট নারীনেত্রী ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, নেত্রকোনা সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বিধান মিত্র, সরোজ মোস্তফা, কবি স্বপন ধর, স্বপন পাল, উদীচীর জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান এবং বইয়ের প্রকাশক জাতীয় সাহিত্য প্রকাশের স্বত্ত্বাধিকারী মিলন কান্তি দাশ। অনুষ্ঠান পরিচালনা করেন পল্লব চক্রবর্তী। এর আগে সূচনা সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগীত পরিবেশন করেন প্রিয়াংকা বিশ্বাস।
জানা গেছে, জাতীয় সাহিত্য প্রকাশ থেকে গত এপ্রিল মাসে ‘পাকিস্তানের ভূতদর্শন’ বইটি প্রকাশিত হয়। বিশিষ্ট নারীনেত্রী ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়াকে উৎসর্গ করা এ বইটিতে গত চার দশকে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে বিকৃত করে কিভাবে মৃত পাকিস্তানের প্রেতাত্মাকে ফিরিয়ে আনা হয়েছে- তার অনবদ্য বয়ান তুলে ধরা হয়েছে। আলোচকরা বলেছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী তারা এই বই পড়ে নিজেদের অপকর্মের নিখুঁত বিশ্লেষণ দেখে চমকে উঠবেন। আর যারা মুক্তিযুদ্ধের চেতনার যথার্থ ধারক ও বাহক তারাও নিজেদের ব্যর্থতার খতিয়ান দেখে যেমন অনুতপ্ত হবেন তেমনি প্রজ্জ্বলিত হবেন ব্যর্থতা মোচনের লক্ষ্যে লেখকের প্রেরণাদায়ী ও আশাবাদী দিকনির্দেশনা পড়ে।
উল্লেখ্য, এর আগে অধ্যাপক যতীন সরকার এর ‘পাকিস্তানের জন্মমৃত্যু-দর্শন’ নামে অপর একটি বই পাঠক সমাজে ব্যাপক সমাদৃত হয়-যা ১৪১১ বঙ্গাব্দে প্রথমআলোর মননশীল শাখার বর্ষসেরা বই হিসাবে নির্বাচিত হয়। এর পর থেকে অগণিত পাঠকের প্রতীক্ষা ছিল বইটির পরবর্তী খন্ডের জন্য। ‘পাকিস্তানের ভূতদর্শন’ প্রকাশের মধ্য দিয়ে সেই প্রতীক্ষার অবসান হল।(ডিনিউজ)
খবর বিভাগঃ
সংস্কৃতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়