Monday, February 12

আব্দুল কাহির-এর ছড়া

                                                                    যুবক


যুবক তোমার যুয়ানির দিকে সমাজ তাকিয়া আছে
দেশ ও জাতি কল্যাণ চাহে যুবক তোমার কাছে।
তোমার সঠিক সাহসী কাজে সমাজ থাকবে ঠিকে
কর্মখ্যাতির সুবাস বাতাসে নেবে তোর দিকে দিকে।
তব যুয়ানির বীর মনবল মঙ্গলের তলোয়ার
চরনের তলে পড়ে কুকর্ম কাঁদিয়া মানবে হার।
মৃত্যু তুচ্ছ ভেবে হে যুবক নীতিকে করাবে দাড়
কোন দুর্ণীতির শক্তিকে ভাই তুমি নাহি দেবে ছাড়।
যুবক তুমি উত্তরসুরি অতীতের বিজয়ীর
তোমার সুনাম তুমি ধরে রেখে উর্ধে তুলবে শির।
ভরা যুয়ানি মানেই হলো জীবনের মূল কাল
যুয়ানি দিয়ে জীবন তোমার করিয়া রাখবে লাল।
সময়ের গোলা সময়ে ভরবে কর্মের অর্জন
দেহবল আর জ্ঞান শক্তিকে দিতে হবে বিসর্জন।
মনের জোরকে উজাড় করি করবে কাজে প্রয়োগ
কত অনাগত স্বেচ্ছায় হবে তোর পুঁজিতে যোগ।
দেহ বলে তৃমি থাকতে বলীয়ান করে যাবে সংগ্রাম
ভর যৌবনে ফুটিয়ে তুলবে জীবনের নামদাম।
যুয়ানি বেকারের মানেই হলো জীবনের অপমান
যুবক তোমাকে রাখতে হবে তোমার আত্মসম্মান।
তুমি জেনে রেখো জোর ভরা দেহ মহান আল্লার দান
আল্লার আদেশে চালালে যুয়ানি স্বর্গে উঠার সোপান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়