Wednesday, October 29

কাল থেকে শুরু হচ্ছে ৬ষ্ঠ হেমন্তের বইমেলা ১৪২১


কানিউজ ডেস্ক : বাংলাদেশ পুন্তুক প্রকাশক ও বিক্রেতা সমিতি, শাহবাগ শাখা আগামী ৩০ অক্টোবর-৮ নভেম্বর, ২০১৪ শাহবাগস্থ পাবলিক লাইব্রেরির উন্মুক্ত চত্বরে ৬ষ্ঠ হেমন্তের বইমেলা ১৪২১ আয়োজন করেছে। আগামী ৩০ অক্টোবর ২০১৪ বিকেল ৪টায় বইমেলা উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মো. হাফিজুর রহমান, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) গণগ্রন্থাগার অধিদপ্তর। উদ্বেধনী অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করবেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি জনাব আলমগীর শিকদার লোটন। বইমেলায় অংশ নেবে নিম্নোক্ত প্রকাশনা সংস্থা: অন্বেষা, অ্যাডর্ন, ঐতিহ্য, কথাপ্রকাশ, গদ্যপদ্য, জয়তী, জাগৃতি, তাম্রলিপি, রোদেলা, নওরোজ কিতাবিস্তান, পলল, পার্ল, পাঠক সমাবেশ, প্রগতি, প্রিয়মুখ, প্রতিভা প্রকাশ, বর্ষা দুপুর, বিশ্বসাহিত্য ভবন, মাওলা ব্রাদার্স, মুক্তদেশ, মুক্তচিন্তা, শুদ্ধস্বর, শ্রাবণ, সুবর্ণ এবং হাওলাদার। বইমেলা চলবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা এবং সরকারি ছুটির দিন সকাল ১১টা – রাত ৮টা পর্যন্ত। বইমেলায় ৩০% কমিশনে বই বিক্রি হবে। image_print আরো খবর >> কাল থেকে শুরু হচ্ছে ৬ষ্ঠ হেমন্তের বইমেলা ১৪২১ বৃদ্ধার অন্তিম অপেক্ষা আজ শামসুর রাহমানের জন্মবার্ষিকী তসলিমার নতুন প্রেমিক পার্বত্য লোকজ মেলা শুরু আজ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র জন্মবার্ষিকী পালন এক সময়ে যৌনতার রাণী ছিলাম : তসলিমা নাসরিন নজরুল সঙ্গীতকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে নিবেদিত শিল্পী সালাউদ্দিন আহমেদ সেক্স বয় একুশে পদকপ্রাপ্ত সংগীতজ্ঞ রামকানাই দাশ আর নেই বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী নাইট উপাধি পেলেন চিত্রশিল্পী শাহাবুদ্দিন যতীন সরকারের ৭৯তম জন্মদিন উদযাপিত ইউরোপের সংগীত উৎসবে ড. ইউনূস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়