Thursday, June 13

আফগানিস্তানে তালেবানের ছদ্মবেশী হামলায় নিহত ৬ পুলিশ

ঢাকা : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে তালিবানের ছদ্মবেশি হামলায় ৬ পুলিশ সদস্য নিহত হয়েছে। হামলাকারী ওই পুলিশ দলের সদস্য হলেও,কাজ করছিল তালিবানের হয়ে।
হত্যার পরে অস্ত্র ও একটি গাড়ি নিয়ে পালিয়ে যায় সে। এই ধরনের ছদ্মবেশি হামলায় অনেক ন্যাটো সেনা নিহত হলেও তাদের বেশিরভাগই আফগান। সপ্তাহের শুরুতে, একই প্রদেশের গেরেস্ক অঞ্চলে পুলিশের এক সদস্যের গুলিতে ছয় সহকর্মী নিহত হয়।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়