Tuesday, June 11

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত : আহত ৩২


বগুড়া: বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত  এবং ৩২ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে বগুড়া-ঢাকা মহাসড়কে শহরতলীর ছিলিমপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৩২ জন আহত হয়। অপরদিকে একই দিন সকাল সাড়ে ৯ টায় বগুড়া সদরের নামুজা হরিপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। 
হাইওয়ে পুলিশ পশ্চিমাঞ্চল বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক হক জানান,  মঙ্গলবার সকাল আনুমানিক ৬ টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের ছিলিমপুর এলাকায় বগুড়া ফিলিং স্টেশনের সামনে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহি কোচের (গাইবান্ধা-ব-১১-০০০১) সাথে বিপরীত দিকে আসা একটি ট্রাকের (ঝিনাইদহ-ট-১১-১০২০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোচটি দুমড়ে মুচড়ে যায়। এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত এবং ৩২ জন আহত হয়। নিহতরা হলো গাইবান্ধা সদরের মফিজের পুত্র সোবহান (৫০) ও একই জেলার সাদুল্যাপুর উপজেলার বাবলাগাছী গ্রামের সুমন (২২)। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানার এসআই নবীউল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বগুড়া সদরের নামুজা হরিপুরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নামুজা এলাকার লোকমান (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই  নিহত হয়।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়