Tuesday, June 11

কাজ শেষ না হতেই রাস্তার দু’পাড়ে ধস

কলাপাড়া (পটুয়াখালী): পর্যটন কেন্দ্র কুয়াকাটা সড়কের কাজ সম্পন্ন না হতেই বেশ কয়েকটি স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এছাড়া রাস্তার পাড় বিভিন্ন স্থান থেকে ধসে পড়ছে। ফলে কুয়াকাটায় আসা পর্যটকবাহী বাসসহ প্রাইভেটকার নিয়ে ড্রাইভারদের বেকায়দায় পড়তে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত একমাস পূর্বে  কুয়াকাটা-তুলাতলী সড়কের কিছু অংশের কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা হয়। কিন্ত মহাসেনের পর পক্ষাদিকাল ধরে দফায় দফায় বৃষ্টির কারণে এ সড়কটির কার্পেটিং উঠে  গিয়ে গর্তের সৃষ্টি হয়। এছাড়া বিভিন্ন স্থানে সড়কের দু’পাড় ধসে পড়ছে। এদিকে কাদামাটি ও নিম্নমানের ইট খোয়া দিয়ে সংস্কারের কাজ করছেন বলে এমন অভিযোগ করছেন এলাকাবাসী।
কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনির আহম্মেদ ভূইয়া জানান , সমুদ্রের লবনাক্ত বালু ও লবন পানি ব্যবহার করে কোন মতে দায়সারা কাজ করায় অল্পদিনের মধ্যেই বিভিন্ন স্থানের পাইলিং সহ রাস্তা ধসে পড়ছে। এ বছরেই পুরো রাস্তা শেষ হয়ে যাবে বলে তিনি আশংকা করছেন।
এ ব্যাপারে সড়ক ও জনপদ নির্বাহী প্রকৌশলী  কমলেন্দু মজুমদার পাইলিং ধসে পড়ার কথা স্বীকার করে তিনি সাংবাদিকদের জানান, যদি ভালভাবে পাইলিং না দিয়ে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়