নিজস্ব প্র্রতিবেদক:
গত রবিবার সিলেট শহরতলীর খাদিম বাইপাসের শওকত ফিলিং স্টেশনের পাশে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত কানাইঘাট উপজেলা আ’লীগের সিনিয়র সদস্য ওলিউর রহমান গত বুধবার সিলেট শাহপরান থানায় মামলা দায়ের করেছেন। যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদন্ডের রায়কে কেন্দ্র করে গত ২৯ ফেব্র“য়ারী জামায়াত শিবিরের নেতাকর্মীরা কানাইঘাটের গাছবাড়ী বাজারে সশস্ত্র মিছিল বের করে ওলিউর রহমানের একটি দোকানসহ আ’লীগ সমর্থক ও হিন্দু সম্প্রদায়ের অন্তত ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর ও পুড়িয়ে দেয়। এ ঘটনায় আ’লীগ নেতা ওলিউর রহমান বাদী হয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিত ভাবে গত রবিবার নিজবাড়ী নারাইনপুর গ্রাম থেকে সিলেট শহরে যাওয়ার পথে বাইপাসে প্রাণে হত্যার উদ্দেশ্যে তার উপর ধারালো অস্ত্র-সশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে উল্লেখ করে শাহপরান থানায় জামায়াত শিবিরের ১১ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে মামলা করেছেন ওলিউর রহমান। তবে পুলিশ অদ্যাবধি পর্যন্ত এ সন্ত্রাসী হামলার ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন ওলিউর রহমানের পুরো শরীরে ২৮টি ধারালো অস্ত্রের মারাত্মক আঘাত রয়েছে। তার স্বজন ও দলের নেতাকর্মীরা জানিয়েছেন তার উপর বর্বরোচিত হামলায় তিনি পঙ্গু হয়ে যেতে পারেন। তাদের একটাই দাবী হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
গত রবিবার সিলেট শহরতলীর খাদিম বাইপাসের শওকত ফিলিং স্টেশনের পাশে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত কানাইঘাট উপজেলা আ’লীগের সিনিয়র সদস্য ওলিউর রহমান গত বুধবার সিলেট শাহপরান থানায় মামলা দায়ের করেছেন। যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদন্ডের রায়কে কেন্দ্র করে গত ২৯ ফেব্র“য়ারী জামায়াত শিবিরের নেতাকর্মীরা কানাইঘাটের গাছবাড়ী বাজারে সশস্ত্র মিছিল বের করে ওলিউর রহমানের একটি দোকানসহ আ’লীগ সমর্থক ও হিন্দু সম্প্রদায়ের অন্তত ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর ও পুড়িয়ে দেয়। এ ঘটনায় আ’লীগ নেতা ওলিউর রহমান বাদী হয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিত ভাবে গত রবিবার নিজবাড়ী নারাইনপুর গ্রাম থেকে সিলেট শহরে যাওয়ার পথে বাইপাসে প্রাণে হত্যার উদ্দেশ্যে তার উপর ধারালো অস্ত্র-সশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে উল্লেখ করে শাহপরান থানায় জামায়াত শিবিরের ১১ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে মামলা করেছেন ওলিউর রহমান। তবে পুলিশ অদ্যাবধি পর্যন্ত এ সন্ত্রাসী হামলার ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন ওলিউর রহমানের পুরো শরীরে ২৮টি ধারালো অস্ত্রের মারাত্মক আঘাত রয়েছে। তার স্বজন ও দলের নেতাকর্মীরা জানিয়েছেন তার উপর বর্বরোচিত হামলায় তিনি পঙ্গু হয়ে যেতে পারেন। তাদের একটাই দাবী হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়