ঢাকা : একটি পাঁচ তারা হোটেলের পাবলিক এরিয়া অ্যাম্বাসেডর হলেন রানা প্লাজার আলোচিত মেয়ে রেশমা। হোটেলের নাম ঢাকা ওয়েস্টিন। আগামী বৃহস্পতিবার তিনি এই পদে আনুষ্ঠানিক ভাবে যোগদান করবেন। প্রতিষ্ঠানটি তাদের কমিউনিটি সেবার বাড়ানোর লক্ষ্যেই তাকে এই পদে দূত হিসেবে নিয়োগ দিয়েছে। সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে ‘অলৌকিকভাবে’ বেঁচে গিয়েছিলেন তিনি। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও রেশমা এখন সুস্থ। শারীরিকভাবে সুস্থ হওয়ায় রেশমা এখন চাকরিতে যোগদান করতে পারছেন। ওয়েস্টিনের বেতন কাঠামো অনুযায়ী বেতন ছাড়াও ঈদ বোনাস, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন তিনি।(ডিনিউজ)
খবর বিভাগঃ
বিশেষ খবর
wah wah rumji keya kar dekhaei
ReplyDelete