জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রেসিডেন্ট পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের সম্মিলিত প্রার্থীর বিরুদ্ধে জাতীয় পার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেই বিজয়ী হবে।
শনিবার রাজধানীর বনানীস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে নির্বাহী সদস্য রেজাউল করিম চৌধুরীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে এরশাদ বলেন, “সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা শাসনকার্য পরিচালনায় ব্যর্থ হয়েছে। তাই সংবিধান সংশোধন করে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা ফিরিয়ে আনুন।”
এরশাদ বলেন, “এদেশে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর ধারাবাহিকভাবে জিয়াউর রহমান এবং আমি রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় দেশ পরিচালনা করেছি।”
সাবেক এ রাষ্ট্রপতি বলেন, “রাষ্ট্রপতি শাসিত শাসনামলেই এদেশে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। আমার আমলে ৩৭৪ দিন হরতাল হয়েছে কিন্তু উন্নয়ন ব্যাহত হয়নি।”
এরশাদ বলেন, “জাতীয় পার্টি আগামীতে ক্ষমতায় যেতে পারলে আমরা পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা চালু করবো। এককেন্দ্রীক শাসন ব্যবস্থার পরিবর্তে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন করবো এবং সংবিধান সংশোধন করে সংসদীয় শাসন ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা ফিরেয়ে আনবো।”
সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, তাজুল ইসলাম চৌধুরী, এস এম ফয়সাল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা আ ন ম শাজাহান, যুগ্ম মহাসচিব দিলারা খন্দকারসহ আরো অনেকে।(পরবির্তন ডটকম)
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়