Friday, June 28

আকামা: সময় বাড়ানোর প্রস্তাব দিল সৌদি মন্ত্রণালয়

ঢাকা : বসবাসের বৈধতা নিতে সৌদি সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছে সৌদি শ্রম মন্ত্রণালয়।
 
দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিক থেকে শুরু করে কূটনীতিক ও নিয়োগকর্তাদের অনুরোধের মুখে এই মেয়াদ বৃদ্ধির প্রস্তাবের খবর এলো।
 
প্রস্তাবের খবর দিয়ে সৌদি দৈনিক আরব নিউজ বলছে, এর ফলে সাধারণ ক্ষমার মেয়াদ অন্তত এক মাস কিংবা সর্বোচ্চ তিন মাস বাড়ানো হতে পারে বলে ব্যবসায়ীরা আশা করছেন।
 
সৌদি বাদশাহ আব্দুল্লাহ ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় দেশটিতে বেআইনিভাবে বসবাসরতরা সাজা বা জরিমানা ছাড়াই আগামী ৩ জুলাই পর্যন্ত বৈধতা পেতে এবং কর্মস্থল পরিবর্তন করতে পারবেন।
 
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ী ও প্রবাসীদের চাহিদার প্রেক্ষিতে স্থানীয় সময় বুধবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওই প্রস্তাব পাঠানো হয়েছে।
 
এর আগে ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপাইন, বাংলাদেশ ও মিশরসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরাও এ ব্যাপারে সৌদিকে অনুরোধ করেছেন।
 
আরব নিউজ বলছে, এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশটির এএলজি কমিউনিটি ইনিশিয়েটিভ গ্রুপের নির্বাহী পরিচালক ইবরাহিম ব্যাদাউড বলেন, ব্যবসায়িক ক্ষেত্রে বিষয়টি সহায়তা করবে। ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ তিন মাস থেকে ছয় মাস করার পক্ষেও মত দেন তিনি।
 
সৌদি চেম্বারস কাউন্সিলের চেয়ারম্যান ফাহাদ আল হামাদি বলেন, "আমরা প্রত্যেকেই এ প্রস্তাবকে সমর্থন করি। তবে শুধুমাত্র তিনমাসের জন্য এ ক্ষমা পর্যাপ্ত নয়।"
 
প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ আরও তিনমাস বাড়ানো হলে তাদের জন্য বিষয়টি সহায়ক হবে বলেও মত দেন হামাদি।
 
মদিনা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তা আব্দুল গনি আল আনসারি জানান, সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মনীতি উপেক্ষা করে দেশটিতে এই মুহূর্তে প্রায় সাত লাখ ব্যবসায়ী তাদের কার্যক্রম পরিচালনা করছেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়